বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(81:21) মান্যবর এবং বিশ্বস্ত। (81:22) অতএব না, তোমাদের সাথী পাগল নয়। (81:23) আর অবশ্যই সে তাকে দেখেছে, স্পষ্ট দিগন্তে। (81:24) এবং সে অদৃশ্য সম্পর্কে কিছু গোপন করে না। (81:25) এবং এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। (81:26) তাহলে তোমরা কোথায় যাচ্ছ? (81:27) এটা সকল বিশ্বজগতের জন্যে একটি স্মরণীয় বার্তা ছাড়া আর কিছু না, (81:28) তার জন্য, তোমাদের মধ্যে থেকে যে চাইবে একটি সোজা পথে চলতে। (81:29) এবং তোমরা ইচ্ছা করতে পারবে না, সেটা ছাড়া যেটা, বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ ইচ্ছা করবেন।