বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(83:21) এটাতে সাক্ষী দেবে নৈকট্যপ্রাপ্তরা। (83:22) নিশ্চয় (আর) অবশ্যই সৎকর্মশীলগণ হবে আনন্দের মধ্যে। (83:23) সিংহাসনের উপর তারা চেয়ে থাকবে। (83:24) তুমি দেখতে পাবে, তাদের মুখমন্ডলে, পরমানন্দের দীপ্তি। (83:25) তাদেরকে পান করানো হবে, মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে। (83:26) এর মোহর (সীল) হবে কস্তুরীর। অতএব, উচ্চাকাঙক্ষীরা আকাঙক্ষা করুক, তার জন্য। (83:27) এবং তার মিশ্রণ হবে, তাসনিম থেকে। (83:28) (আর হবে) একটি ঝরণা, যা থেকে পান করবে নৈকট্যপ্রাপ্তরা। (83:29) নিশ্চয়, যারা অপরাধ করতো, তারা বিশ্বাসীদেরকে উপহাস করতো। (83:30) আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো, তারা পরস্পরকে চোখ টিপে ইশারা করত। (83:31) আর যখন তারা ফিরে আসত তাদের পরিবার-পরিজনের কাছে, তারা ফিরে আসত হাসাহাসি করতে করতে। (83:32) আর যখন তারা তাদের (বিশ্বাসীদেরকে) দেখত, তারা বলতো: "নিশ্চয় এরাই পথভ্রষ্ট।" (83:33) কিন্তু তাদেরতো পাঠানো হয় নি, তাদের উপর তত্ত্বাবধায়ক হিসাবে। (83:34) তাই আজ, যারা বিশ্বাস করেছিল (তারা), কাফেরদের প্রতি হাসাহাসি করবে। (83:35) সিংহাসনের উপর দৃষ্টিপাত করবে, (83:36) কাফেররা কি পুরস্কৃত হয়েছে, তার জন্য যা তারা করত?