বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(84:21) আর যখন তাদের কাছে কুর`আন পড়া করা হয়, তারা সেজদা করে না? (84:22) না, বরং! যারা অবিশ্বাস করে, তারা মিথ্যারোপ করে। (84:23) অথচ আল্লাহ সব জানেন যা তারা লুকোচ্ছে। (84:24) তাই তাদের সুসংবাদ দাও একটি বেদনাদায়ক শাস্তির। (84:25) তারা ছাড়া যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে - তাদের জন্য রয়েছে, একটি পুরস্কার (যার) নাই শেষ [সীমা]।