বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(88:21) তাই স্মরণ করিয়ে দাও, তুমি কেবল একটি অনুস্মারক। (88:22) তুমি তাদের উপর নিয়ন্ত্রণকারী নও। (88:23) কিন্তু, যে কেহ মুখ ফিরিয়ে নেয় এবং অবিশ্বাস করে -- (88:24) তখন তাকে আল্লাহ শাস্তি দেবেন, সর্বশ্রেষ্ঠ [কঠিনতম] শাস্তি (দিয়ে)। (88:25) প্রকৃতপক্ষে, আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন হবে; (88:26) তারপর প্রকৃতপক্ষে, আমাদেরই উপর তাদের হিসেব-নিকেশ।