**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:22) উচ্চ জান্নাতে। (69:23) তার থোকা দেওয়া ফলগুলো থাকবে হাতের কাছে ঝুলন্ত। (69:24) "খাও আর পান করো সন্তুষ্টির সঙ্গে, তার জন্য যা তোমরা বিগত দিনগুলোয় আগে পাঠিয়েছ।" (69:25) আর (তার) খেত্রে, যে ব্যক্তিকে তার হিসাবের পুস্তক তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, "হায়! যদি আমাকে না দেওয়া হতো আমার রেকর্ড [পুস্তক]! (69:26) তাহলে আমি না জানতাম কি আমার হিসাব!" (69:27) "হায়! যদি এটাই [আমার মৃত্যুই] শেষ হতো। (69:28) "আমার জন্য আমার সম্পদ কাজে এল না।