**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(70:22) (তারা) ছাড়া যারা নামায আদায় কারী; (70:23) যারা তাদের নামাযে অটল থাকে; (70:24) এবং তারা যাদের সম্পদে (দরিদ্রদের) একটি নির্দিষ্ট অধিকার (অর্থাৎ, জাকাত বা সাদকা) রয়েছে - (70:25) তাদের জন্য যারা জিজ্ঞেস করে এবং যারা বঞ্চিত; (70:26) এবং যারা সত্য স্বীকার করে শেষবিচারের দিনের; (70:27) এবং যারা তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে ভীতিজনক - (70:28) নিশ্চয় তোমার পালনকর্তার শাস্তি এমনই, যে এর থেকে নিরাপদ অনুভব করা যায় না;