**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(71:22) তারা একটি বিরাট পরিকল্পনা করলো। (71:23) তারা বললো: "ত্যাগ করো না তোমাদের দেবতা-সমূহকে এবং ত্যাগ করো না ওয়াদকে এবং না সুওয়াকে এবং না ইয়াগুথকে এবং (না) ইয়াউককে এবং (না) নসর-কে।" (71:24) এবং প্রকৃতপক্ষে তারা পথভ্রষ্ট করেছে অনেককে এবং [তাই] (হে আমার পালনকর্তা!) অন্যায়াচারীদের পথভ্রষ্টতা ছাড়া (আর কিছু) বৃদ্ধি করবেন না।" (71:25) তাদের পাপের কারণে তারা ডুবে গেছে এবং প্রবেশ করেছে (জাহান্নামের) আগুনে; এবং তারা তাদের জন্য, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী পেলো না। (71:26) বললো নূহ: "হে আমার পালনকর্তা! কোনো কাফেরদেরকে পৃথিবী উপর বাসিন্দা হিসেবে ছেড়ে দেবেন না। (71:27) "নিশ্চয়, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাহলে তারা পথভ্রষ্ট করবে আপনার বান্দাদেরকে এবং তারা দুষ্কৃতিকারী কাফের ছাড়া আর কাউকে জন্ম দেবে না। (71:28) হে আমার পালনকর্তা! আমাকে ক্ষমা করুন এবং আমার পিতা-মাতাকে এবং যে কেহ প্রবেশ করেছে আমার গৃহে - একটি বিশ্বাসীকে, মুমিন পুরুষদেরকে ও মুমিন নারীদেরকে। এবং অন্যায়াচারীদের ধ্বংস ছাড়া কিছু বৃদ্ধি করবেন না।"