**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(74:22) তারপর সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। (74:23) তারপর সে ফিরে প্রস্থান করল এবং সে অহংকারী ছিল। (74:24) তারপর সে বলল, "এটা পুরানো দিনের জাদু ছাড়া আর কিছু নয়। (74:25) এটা একটি মানুষের উক্তি ছাড়া আর কিছু নয়।" (74:26) শীঘ্রই আমি তাকে নিক্ষেপ করবো "সাক্বার"-এর [জাহান্নামের] মধ্যে। (74:27) এবং কী তোমাকে জানাবে কি (সেই) "সাক্বার"? (74:28) এটা (কিছু) বাকি রাখে না এবং ছেড়েও দেয় না,