**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:22) (অনেক) মুখমন্ডল সেদিন দীপ্তিশীল হবে, (75:23) প্রতি তাদের পালনকর্তার তাকিয়ে থাকবে। (75:24) এবং (অনেক) মুখমন্ডল সেদিন বিকৃত হবে, (75:25) এই ভেবে, যে তাদেরকে কোমর-ভাঙ্গা করা হবে। (75:26) কখনই না! যখন এটা [প্রাণ] পৌঁছাবে গলার হাড়ে, (75:27) এবং এটা বলা হবে "কে? (কে হবে) আরোগ্যকারী?" (75:28) এবং সে মনে করবে যে এটা হলো বিদায়ের সময়।