**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(76:22) (এবং এটা বলা হবে:) "নিশ্চয়ই এটা হবে তোমাদের জন্য একটি পুরস্কার, এবং তোমাদের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে।" (76:23) নিশ্চয় আমরা তোমার কাছে আল-কুর`আন নাযিল করেছি ধীরে ধীরে। (76:24) সুতরাং তোমার পালনকর্তার সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরো এবং তাদের কাছ থেকে কোনো পাপীকে অথবা কাফেরকে মেনে চলো না। (76:25) এবং তোমার পালনকর্তার নাম স্মরণ করো সকাল আর সন্ধ্যায়। (76:26) এবং রাতের কিছু অংশে সেজদা করো তাঁর জন্য এবং তাঁর সর্বোচ্চতা ঘোষণা করো রাতে দীর্ঘ (সময় ধরে)। (76:27) নিশ্চয়ই এরা (অবিস্বাসীরা) ভালবাসে তাৎক্ষণিককে [পার্থিব জীবনকে] এবং ফেলে রাখে তাদের পিছনে একটি ভারী দিন। (76:28) আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং আমরা মজবুত করেছি তাদের গঠন, আর যখন আমরা চাইব আমরা বদলে দেব তাদের আকৃতি (পুরোপুরি) বদলের সাথে।