বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:22) সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল। (78:23) তারা অবস্থান করবে তাতে যুগ যুগ ধরে। (78:24) তাতে, না তারা স্বাদ পাবে (কোন) শীতলতার, আর না (কোন) পানীয়ের; (78:25) শুধু (পাবে) ফুটন্ত পানি আর পূঁজ। (78:26) উপযুক্ত পুরস্কার (হিসেবে)। (78:27) নিশ্চয়, তারা (কোন) হিসাব-নিকাশের আশা করবে না। (78:28) এবং তারা পুরোপুরি অস্বীকার করত, আমাদের আয়াতসমূহে।