বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:22) তারপর সে ফিরে প্রস্থান করল, প্রচেষ্টা করে। (79:23) এবং সে সকলকে জড়ো করল আর সজোরে ডাকলো; (79:24) তারপর সে বলল: "আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা" (79:25) তাই আল্লাহ তাকে গ্রস্ত [গ্রেপ্তার] করলেন, একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, পরকালের জন্য এবং ইহকালের জন্য। (79:26) নিশ্চয় এবং অবশ্যই এর মধ্যে শিক্ষা রয়েছে, তার জন্য যে ভয় করে। (79:27) তোমাদের সৃষ্টি কি অধিক কঠিন, না আকাশের - যা তিনি বানিয়েছেন? (79:28) তিনি তার ছাদ উচ্চ করেছেন এবং তাকে সুষম করেছেন।