বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:22) তারপর যখন তিনি চাইবেন, তাকে পুনরুজ্জীবিত করবেন। (80:23) না, মোটেই না! সে পূর্ণ করেনি (অর্থাৎ, আদেশ পালন করেনি), তাকে তিনি যা আদেশ করেছেন। (80:24) সুতরাং, মানুষ লক্ষ্য করুক তার খাদ্যের দিকে -- (80:25) কেমন করে আমরা বর্ষণ করেছি পানি, প্রচুর পরিমানে; (80:26) তারপর, আমরা বিদীর্ণ করেছি পৃথিবীকে চৌচির করে (কচি পল্লবের সাথে)। (80:27) তারপর তাতে আমরা উৎপন্ন করেছি শস্য; (80:28) এবং আঙ্গুর আর সবুজ শাকসবজি,