বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(89:22) এবং আসবেন তোমার পালনকর্তার, আর আসবে ফেরেশতাগণ সারির উপরে সারি দিয়ে; (89:23) এবং সেদিন আনা হবে জাহান্নামকে -- সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু কিভাবে (কাজে আসবে) তার জন্য, সেই স্মরণ। (89:24) সে বলবে, "হায়! আমি যদি আমার জীবনের জন্য (কিছু) অগ্রে প্রেরণ করতাম!" (89:25) কিন্ত সেইদিন, তাঁর শাস্তির মত শাস্তি কেউই দিতে পারবে না; (89:26) এবং তাঁর বন্ধনের মত বন্ধন কেউই দিতে পারবে না। (89:27) ওহে, সন্তুষ্ট আত্মা! (89:28) ফিরে এসো তোমার পালনকর্তার কাছে সন্তুষ্ট হয়ে (এবং) সন্তোষভাজন হয়ে।