**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:29) "বরবাদ হলো আমার থেকে আমার কর্তৃত্ব।" (69:30) [এটা বলা হবে] "তাকে ধরো এবং তাকে হাতকড়া পড়িয়ে দাও, (69:31) "তারপর তাকে জাহান্নামে পুড়িয়ে সোজা করো।" (69:32) অতঃপর তাকে ঢোকাও [সেঁধিয়ে দাও] একটি শিকলে মধ্যে যার দৈর্ঘ্য সত্তর গজ।" (69:33) নিশ্চয় সে বিশ্বাসী ছিল না, সর্বাধিক মহান আল্লাহর প্রতি। (69:34) এবং সে গরীবদের খাওয়ানোর উপর কোনো উৎসাহ দেখাত না। (69:35) তাই আজ এখানে তার জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই।