**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(70:29) এবং যারা তাদের যৌন-অঙ্গসমূহের হেফাজত করে (হারাম থেকে) - (70:30) শুধু তাদের স্ত্রীদের অথবা যা তাদের ডানহাত ধরে রেখেছে তারা ছাড়া, তাহলে প্রকৃতপক্ষে তারা নিন্দনীয় নয়, (70:31) কিন্তু যে কেহ তার বাইরে খোঁজে [সন্ধান করে], তাহলে তারাই হবে সীমালংঘনকারী; (70:32) এবং যারা তাদের আমানত এবং তাদের প্রতিশ্রুতির পর্যবেক্ষক; (70:33) এবং যারা তাদের সাক্ষ্যদানে দৃঢ় থাকে; (70:34) এবং যারা তাদের নামাযের উপর পাহারাদারী; (70:35) তারাই জান্নাতে সম্মানিত হবে।