**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:29) এবং জড়িত হয়ে যাবে (এক) পা (অন্য) পায়ের ওপর। (75:30) সেদিন গমন হবে তোমার পালনকর্তার দিকে। (75:31) এবং না সে সত্য স্বীকার করেছে আর না নামায পড়েছে। (75:32) কিন্তু সে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। (75:33) তারপর সে গেছে তা পরিবারের কাছে - গর্ব করতে করতে। (75:34) তোমার জন্য ধিক্! এবং ধিক্! (75:35) তারপর (আবার), তোমার জন্য ধিক্! এবং ধিক্!