**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(76:29) নিশ্চয়ই এটা একটি অনুস্মারক বিষয় (উপদেশবানী), সুতরাং যে কেহ চাইবে, সে নিক তার পালনকর্তার প্রতি একটি পথ। (76:30) এবং তোমরা ইচ্ছা করবে না তা ব্যতীত, যা আল্লাহ ইচ্ছা করবেন। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্ব-জ্ঞানী, প্রজ্ঞাময়। (76:31) তিনি তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন তাকে, যাকে তিনি ইচ্ছা করবেন; কিন্তু অন্যায়কারীরা - তাদের জন্য তিনি প্রস্তুত করেছেন একটি বেদনাদায়ক শাস্তি।