**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(77:29) (তাদেরকে বলা হবে), "এগিয়ে চলো তার দিকে, যা তোমরা অস্বীকার করতে। (77:30) "এগিয়ে চলো একটি ছায়ার দিকে, যার আছে তিনটি খুটি - (77:31) না থাকবে কোনো শীতল ছায়া এবং না এটা রক্ষা করবে অগ্নিশিখা থেকে। (77:32) নিঃসন্দেহ এটা নিক্ষেপ করবে আগুনের ফুলকি, অট্টালিকার আকারে। (77:33) যেন মনে হবে এটা হলুদ উটের পাল। (77:34) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:35) এটা একটি দিন (যেদিন) তারা কথা বলতে পারবে না;