বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:29) এবং সবকিছু বিষয় আমরা লিপিবদ্ধ করেছি একটি বইয়ে। (78:30) সুতরাং স্বাদ গ্রহণ কর (এই শাস্তির), আর শাস্তি ছাড়া আমরা কখনও তোমাদের বৃদ্ধি করব না। (78:31) নিশ্চয়, ন্যায়নিষ্ঠদের জন্য রয়েছে সাফল্য। (78:32) বাগান এবং আঙ্গুর, (78:33) এবং পূর্ণযৌবনা সমবয়স্কা তরুণী। (78:34) এবং পরিপূর্ণ পানপাত্র। (78:35) না তারা শুনবে তাতে কোন নিরর্থক আলোচনা, এবং না কোন মিথ্যা।