বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:29) তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন তার রাত্রিকে এবং বের করেছেন তার উজ্জ্বলতা। (79:30) এবং তার পর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। (79:31) তিনি বের করেছেন, এটা থেকে তার পানি, এবং এর তৃণক্ষেত্র। (79:32) এবং তিনি পর্বতকে দৃঢ়ভাবে বসিয়েছেন - (79:33) তোমাদের জন্য খোরাক হিসেবে এবং তোমাদের জন্তুদের জন্য। (79:34) কিন্তু যখন আসবে ভীষণ মহাসংকট, (79:35) সেদিন স্মরণ করবে মানুষ, কিসের জন্য সে প্রচেষ্টা করেছে,