বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:29) এবং জলপাই আর খেজুর, (80:30) এবং ঘন গাছপালাময় বাগান, (80:31) এবং ফল আর ঘাস; (80:32) (এই সব কিছু) খোরাক হিসেবে - তোমাদের জন্য আর তোমাদের জন্তুদের জন্য। (80:33) কিন্তু যখন আসবে কান-ফাটানো আওয়াজ -- (80:34) সেদিন মানুষ পালাবে - তার ভাই থেকে, (80:35) এবং তার মাতা ও পিতা থেকে,