**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:36) এবং নাই কোন খাদ্য, ঘায়ের পুজঁ ছাড়া। (69:37) পাপীরা ছাড়া আর কেউ এটা খাবে না। (69:38) কিন্তু না! আমি শপথ করছি - যা তোমরা দেখতে পাও তাতে; (69:39) এবং (শপথ করছি) - যা তোমরা দেখতে পাও না তাতেও - (69:40) নিশ্চয় (আর) অবশ্যই, এটা একটি সম্মানিত রসূলের বাণী। (69:41) এবং না এটা একটি কবির উক্তি; খুব সামান্য যাতে তোমরা বিশ্বাস করো! (69:42) এবং না এটা একটি গনৎকারের উক্তি; খুব সামান্য যাতে তোমরা মনোযোগ দাও।