**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(70:36) তাই, কাফেরদের ব্যাপারটা কি? তারা তোমার দিকে (আজ) ছুটে আসছে? (70:37) ডান দিক এবং বাম দিক থেকে দলে দলে? (70:38) তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিই কি আশা করে, যে তাকে আনন্দময় জান্নাতে প্রবেশ করানো হবে? (70:39) কখনই না! নিশ্চয় আমরা কি থেকে তাদেরকে তৈরি করেছি, তা তারা জানে। (70:40) কিন্তু না! আমি শপথ করছি (সূর্য) উদয়-স্থল-গুলোর এবং (সূর্য) অস্ত-স্থল-গুলোর পালনকর্তার দ্বারা, যে নিশ্চয় (আর) অবশ্যই আমরা সক্ষম - (70:41) (এর) উপর, যে আমরা তাদেরকে বদলে দিতে পারি, তাদের তুলনায় ভালো (সৃষ্টি) দিয়ে, এবং আমরা তাতে পিছিয়ে পড়বো না (অর্থাৎ, তা আমাদের সাধ্যের বাইরে নয়)। (70:42) তাই যারা উদ্দেশ্যহীন ভাবে কথা বলে এবং মনোরঞ্জন করে, তাদেরকে (আজ) ছেড়ে দাও, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দিনের [আখেরা] সাক্ষাৎ পায়, যেটা তাদেরকে ওয়াদা করা হয়েছে।