**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(77:36) এবং তাদেরকে অনুমতি দেওয়া হবে না - অজুহাত বানানোর জন্য। (77:37) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:38) এটা শেষবিচারের দিন; আমরা জড়ো করবো - তোমাদেরকে এবং পূর্ববর্তী মানুষদেরকে। (77:39) তাই যদি তোমাদের কাছে কোনো পরিকল্পনা থাকে, তাহলে করো আমার বিরুদ্ধে পরিকল্পনা। (77:40) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:41) নিশ্চয়ই আল্লাহ-সচেতনকারীরা হবে ছায়াতে এবং বহমান ঝর্ণাতে। (77:42) আর ফল যা তারা পেতে চায়।