বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:36) একটি পুরস্কার হিসাবে, হিসাবমতো উপহার - তোমার পালনকর্তার থেকে, (78:37) যিনি পালনকর্তা আসমানের এবং পৃথিবীর এবং যা কিছু তাদের মধ্যে আছে; যিনি পরম করুণাময়, তাঁকে সম্বোধন করার, তাদের (কোনো) ক্ষমতা নাই। (78:38) সেদিন দাঁড়াবে রূহ [জিব্রিল] এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে, তারা কেউ কথা বলতে পারবে না, শুধু সেইজন ছাড়া যাকে পরম করুণাময় (আল্লাহ) অনুমতি দিবেন, এবং সে বলবে সঠিক কথা। (78:39) এ সেই দিবস, সত্য দিবস, সুতরাং যে ইচ্ছা করবে, সে নিক ফিরে আসার আশ্রয়স্থল, তার পালনকর্তার প্রতি। (78:40) প্রকৃতপক্ষে, আমরা তোমাদের সতর্ক করলাম একটি নিকটবর্তী শাস্তির (সম্পর্কে), যেদিন মানুষ দেখবে, কি তার হাত সামনে প্রেরণ করেছে, আর যে কাফের সে বলবে, "হায়! আমি যদি হয়ে যেতাম ধুলো!"