বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:36) এবং প্রকাশ করা হবে জাহান্নাম, তার জন্য যে দেখে। (79:37) আর তার ক্ষেত্রে -- যে সীমালংঘন করেছে, (79:38) এবং বেছে নিয়েছে পার্থিব জীবনকে, (79:39) তারপর প্রকৃতপক্ষে জাহান্নামই হবে (তার) আশ্রয়স্থল। (79:40) কিন্তু তার ক্ষেত্রে, যে ব্যক্তি তার পালনকর্তার (সামনে) দাঁড়াতে ভয় করেছে এবং নিরর্থক কামনা-বাসনা থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, (79:41) তাই প্রকৃতপক্ষে, জান্নাত হবে (তার) আশ্রয়স্থল। (79:42) তারা তোমাকে জিজ্ঞাসা করে [কেয়ামতের] ঘন্টা সম্পর্কে -- কখন হবে তার আগমন?