বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(80:36) এবং তার পত্নী আর সন্তানদের (কাছ থেকে)। (80:37) সেদিন প্রত্যেক মানুষ, তার নিজের ব্যাপার নিয়ে, ব্যতিব্যস্ত হয়ে যাবে। (80:38) সেদিন কিছু মুখমন্ডল উজ্জ্বল হবে, (80:39) হাস্যময়, আনন্দমুখর; (80:40) এবং কিছু মুখমন্ডল, সেদিন তাদের উপর হবে ধূলো-বালি, (80:41) তাদের ঢেকে ফেলবে কালো-আঁধার। (80:42) তারা হল দুষ্কৃতিকারী অবিশ্বাসী কাফের।