**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:43) এটি নাযিল হয়েছে বিশ্বজগতের পালনকর্তার কাছ থেকে। (69:44) আর যদি সে [মুহাম্মদ ﷺ] আমাদের বিরুদ্ধে কিছু বাণী মিথ্যা রচনা করত, (69:45) (তাহলে) অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডানহাতে; (69:46) তারপর অবশ্যই আমরা কেটে ফেলতাম তার থেকে মহাধমনী। (69:47) এবং তোমাদের মধ্যে থেকে কোনো একজন [কেউই] নাই, (যে এটা) তার থেকে বিরত করতে পারে। (69:48) এবং প্রকৃতপক্ষে, এটা নিশ্চয় একটি অনুস্মারক তার জন্য যে আল্লাহকে ভয় করে। (69:49) এবং নিশ্চয় (আর) অবশ্যই আমরা জানি যে তোমাদের মধ্যে রয়েছে (অনেক) মিথ্যারোপকারী।