**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(77:43) (বলা হবে:) "খাও আর পান করো সন্তুষ্টির সঙ্গে সেই জন্য যা তোমরা করতে।" (77:44) নিশ্চয় আমরা এইভাবেই পুরস্কার দিই সৎকর্মশীলদের। (77:45) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:46) (বলা হবে:) "খাও আর ভোগ করে নাও একটুকু; নিশ্চয় তোমরা অপরাধী।" (77:47) ধিক্ সেদিন অস্বীকারকারীদের! (77:48) আর যখন তাদেরকে বলা হলো "নত হও" (নামাযে), তারা নত হয় নি। (77:49) ধিক্ সেদিন অস্বীকারকারীদের!