বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:43) এটার উল্লেখে তুমি কী (বলতে পারো)? (79:44) তোমার পালনকর্তার কাছে, তার শেষ নিষ্পত্তি। (79:45) তুমি সতর্ককারী কেবল তার (জন্য) যে এটা ভয় করে। (79:46) সেদিন তাদের মনে হবে [দেখবে], তারা (মাত্র) একটি সন্ধ্যা অথবা একটি সকালের বেশী (এই দুনিয়াতে) অবস্থান করেনি।