**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(74:50) যেন তারা ভীত গাধার দল - (74:51) পালাচ্ছে একটি সিংহ থেকে? (74:52) না বরং, তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিই চায়, যেন তাকে দেওয়া হয়, ছড়িয়ে-বিছানো পৃষ্ঠাসমূহ। (74:53) মোটেই না, বরং তারা পরকালকে ভয় পায় না। (74:54) কখনই না! নিশ্চয় এটা একটি অনুস্মারক। (74:55) সুতরাং যে কেহ চাইবে, সে এটি স্মরণ করুক। (74:56) এবং তারা মনোযোগ দেবে না - যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনিই ভয়ভক্তি করার যোগ্য এবং ক্ষমা করার অধিকারী।