**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(69:8) তারপর তুমি কি দেখতে পাও তাদের কোনো অস্তিত্ব? (69:9) এবং ফেরাউন, আর যারা তার আগে এসেছিল, আর পাপ দিয়ে উল্টে যাওয়া শহরগুলো। (69:10) তারা অমান্য করলো তাদের পালনকর্তার রসূলকে, তাই তিনি তাদেরকে পাকড়াও করলেন একটি কঠিন পাকড়াও-এর সঙ্গে। (69:11) নিশ্চয়, যখন পানি প্লাবিত হলো, তখন আমরা তোমাদেরকে বহন করলাম পালতোলা জাহাজেতে। (69:12) যাতে আমরা তোমাদের জন্য, এটাকে করতে পারি একটি স্মরণীয় বার্তা; এবং একটি সচেতন কান এটাতে সচেতন হবে। (69:13) তারপর যখন শিংগায় একটি প্রবল ফুঁ দেওয়া হবে; (69:14) এবং পৃথিবীকে আর পর্বতমালাকে তুলে নেওয়া হবে এবং একটি একক পেষণের সঙ্গে গুঁড়ো গুঁড়ো করা হবে -