**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(71:8) "তারপর নিশ্চয় আমি তাদেরকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে। (71:9) "তারপর, অবশ্যই আমি ঘোষণা করেছি তাদের জন্য এবং আমি তাদেরকে গোপনেও বলেছি। (71:10) তারপর আমি বললাম, `ক্ষমা প্রার্থনা করো তোমাদের পালনকর্তার কাছে নিশ্চয় তিনি হলেন পরম ক্ষমাশীল। (71:11) তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর পরিমানে (বৃষ্টি) পাঠাবেন। (71:12) এবং তোমাদের ধন-সম্পদ আর সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান আর নদীসমূহ স্থাপন করবেন। (71:13) কী ব্যাপার তোমাদের! তোমরা আল্লাহর মহনীয়তা লক্ষণ কারো না? (71:14) এবং প্রকৃতপক্ষে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে।