**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(73:8) এবং স্মরণ করো তোমার পালনকর্তার নামের এবং তাঁর প্রতি একাগ্রচিত্তে নিজেকে উৎসর্গ করো। (73:9) (তিনি) পালনকর্তা পূর্বের এবং পশ্চিমের, তিনি ছাড়া আর কোন দেবতা [উপাস্য] নেই - তাই তাঁকে নাও অভিভাবক হিসাবে। (73:10) এবং তারা যা বলে তার উপর ধৈর্য ধরো এবং তাদের এড়িয়ে চলো একটি উত্তম এড়ানো দিয়ে। (73:11) এবং আরাম আর স্বাচ্ছন্দের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দাও এবং তাদেরকে অবকাশ দাও একটু। (73:12) নিশ্চয়ই আমাদের কাছে আছে শিকল এবং জ্বলন্ত আগুন। (73:13) এবং শ্বাসরোধকারী খাদ্য এবং একটি বেদনাদায়ক শাস্তি। (73:14) সেদিন কম্পিত হবে পৃথিবী আর পর্বতমালা; এবং পর্বতমালা হয়ে বহমান বালির গাদা।