**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(74:8) তারপর যখন শিংগায় ফুঁক দেওয়া হবে, (74:9) তখন সেটা সেইদিন, একটি কঠিন দিন, (74:10) কাফেরদের উপরে - সহজ নয়। (74:11) আমাকে একাই ছেড়ে দাও (তার সাথে), যাকে আমি সৃষ্টি করেছি। (74:12) এবং আমি বানিয়েছি তার জন্য, ব্যাপক ধনসম্পত্তি; (74:13) এবং সন্তানসন্ততি, [তার সাথে] অবস্থানকারী; (74:14) এবং আমি ছড়িয়ে দিয়েছি তার জন্য, সচ্ছলতা।