**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(75:8) আর অন্ধকার হয়ে যাবে চাঁদ; (75:9) এবং যুক্ত করা হবে সূর্যকে আর চাঁদকে - (75:10) সেদিন মানুষ বলবে, "কোথায় পলায়নের জায়গা?" (75:11) মোটেই না! নাই (কোনো) আশ্রয়স্থল। (75:12) তোমাদের পালনকর্তার কাছেই সেদিন ঠাই হবে। (75:13) সেদিন মানুষকে সংবাদ দেওয়া হবে - কী সে অগ্রে প্রেরণ করেছে আর (কী) সে পশ্চাতে ছেড়ে এসেছে। (75:14) না, বরং! মানুষ নিজেরই বিরুদ্ধে একজন সাক্ষী হবে।