**1 - অনেক শব্দের এখনও বাংলা অনুবাদ করা হয়নি (in progress) **2 - আমদের এই অনুবাদটা ডবল-চেক করতে হবে (we need to double check this translation)
বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(76:8) তারা খাদ্য খাওয়ায় মিসকিনদের এবং এতিমদের এবং বন্দীদের, যদিও (তারা নিজেরা) খাদ্য ভালবাসে - (76:9) (তারা বলে) "আমরা তোমাদেরকে আহার দিই শুধু আল্লাহর মুখের [সন্তুষ্টির] জন্য, তোমাদের কাছ থেকে আমরা চাই - না কোনো প্রতিদান এবং না কোনো ধন্যবাদ। (76:10) নিশ্চয় আমরা ভয় করি, আমাদের পালনকর্তার থেকে, একটি দিন - যেটা কঠোর আর কষ্টকর।" (76:11) তাই তাদেরকে রক্ষা করবেন আল্লাহ, সেই দিনের অনিষ্টতা থেকে, এবং তাদেরকে সাক্ষাৎ করাবেন দীপ্তি এবং সুখের (সাথে)। (76:12) এবং তিনি তাদেরকে পুরস্কার দেবেন - জান্নাত এবং রেশমী পোশাক; কারণ তারা সবর করেছিল। (76:13) (তারা) হেলান দিয়ে বসবে পালঙ্কের উপর। তারা তাতে দেখতে পাবে না (দগ্ধকরণ) সূর্য অথবা কনকনে ঠান্ডা। (76:14) এবং নিকটে তাদের উপর তার (গাছের) ছায়া এবং নিচে ঝুলবে তার থোকা-থোকা ফল, হাতের কাছে।