বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:8) এবং আমরা তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি; (78:9) এবং আমরা তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী হিসাবে; (78:10) এবং আমরা বানিয়েছি রাতকে একটি আবরণ (হিসাবে); (78:11) এবং আমরা বানিয়েছি দিনকে জীবিকা অর্জন (হিসাবে); (78:12) এবং আমরা নির্মান করেছি তোমাদের উপর সাত শক্তিশালী (আকাশ); (78:13) এবং আমরা তৈরি করেছি একটি উজ্জ্বল প্রদীপ; (78:14) এবং আমরা বৃষ্টি মেঘ থেকে ঢেলেছি প্রচুর পরিমাণে পানি -