বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(79:8) হৃদয়গুলো, সেদিন হবে কম্পিত। (79:9) তাদের চোখগুলো অবনত হবে। (79:10) (আজ)তারা বলে: "আমরা কি প্রকৃতপক্ষে ফেরত যাব পুরানো অবস্থাতে? (79:11) যখন আমরা গলা-পচা হাড় হয়ে যাব?" (79:12) তারা বলে, "সেটা, তাহলে হবে, একটি সর্বনাশের প্রত্যাবর্তন।" (79:13) নিশ্চয়ই, এটা হবে কেবল একটি মহা-নাদ [আওয়াজ]। (79:14) তখনই দেখবে! তারা হবে সতর্ক বিনিদ্রিত।