বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(81:8) আর যখন কবরে দেওয়া জীবন্ত শিশু-কন্যাকে প্রশ্ন করা হবে -- (81:9) কি অপরাধের জন্য তাকে হত্যা করা হয়েছিল, (81:10) আর যখন (ক্রিয়াকলাপের বা আমলের) পৃষ্ঠাসমূহ খুলে ধরা হবে, (81:11) আর যখন আকাশের ঢাকনা খুলে ফেলা হবে, (81:12) আর যখন জাহান্নামে আগুন জ্বালানো হবে, (81:13) আর যখন বেহেশত-কে নিকটে আনা হবে -- (81:14) (তখন) জানতে পারবে প্রত্যেক আত্মা, কী সে হাজির করেছে।