বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(82:8) সেই আকৃতিতে তোমাকে গঠন করেছেন, যা তিনি চেয়েছেন। (82:9) না! বরং, তোমরা অস্বীকার করছ বিচারকে। (82:10) এবং প্রকৃতপক্ষে তোমাদের উপর, নিশ্চয় তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে -- (82:11) (তারা) সম্মানিত লেখকবৃন্দ। (82:12) তারা জানে তোমরা যা কর। (82:13) নিশ্চয় (আর) অবশ্যই সৎকর্মশীলগণ হবে আনন্দের মাঝে। (82:14) এবং নিশ্চয় (আর) অবশ্যই দুর্নীতিপরায়ণরা হবে ভয়ংকর আগুনে।