বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(83:8) এবং কি তোমাকে জানতে দেবে "সিজ্জীন" কী? (83:9) (এটা) একটি লিখিত খাতা। (83:10) ধিক্, সেদিন, অস্বীকারকারীদের; (83:11) যারা অস্বীকার করে, শেষবিচারের দিনকে! (83:12) এবং পাপিষ্ঠ সীমালংঘনকারীরা ছাড়া, কেউ এটাতে অস্বীকার করতে পারবে না; (83:13) যখন আমাদের আয়াত তার উপর পাঠ করা হয়, সে বলে: "(এইগুলো) পুরাকালের গালগল্প।" (83:14) মোটেই না! বরং, তারা যা (হারাম) উপার্জন করে, তার মরিচা ধরেছে তাদের হৃদয়ে।