বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(86:8) নিশ্চয় তিনি তার ফিরে আসার উপর অবশ্যই ক্ষমতাবান। (86:9) সেইদিন পরীক্ষা করা হবে, সব গোপন বিষয়াদির। (86:10) তখন না তার (থাকবে) কোনো ক্ষমতা এবং না কোন সাহায্যকারী। (86:11) শপথ প্রত্যাবর্তনকারী আকাশের। (86:12) এবং (শপথ) বিদীর্ণ হওয়া পৃথিবীর। (86:13) প্রকৃতপক্ষে, এটা নিশ্চয় একটি নির্ণায়ক বাণী; (86:14) এবং এটা একটা তামাশা নয়।