বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(87:8) আর আমরা তোমার জন্য সহজ করে দেব, সহজ। (87:9) তাই স্মরণ করিয়ে দাও, যদি স্মরণ করানোটা লাভ দায়ক হয়। (87:10) যে (আল্লাহর) ভয় করে সে মনোযোগ দেবে; (87:11) এবং যে দুশ্চরিত্রের সে এটা এড়িয়ে চলবে। (87:12) সে বিরাট আগুনে পুড়বে। (87:13) তারপর তাতে, না সে মরবে আর না সে জীবিত থাকবে। (87:14) অবশ্যই, যে নিজেকে শুদ্ধ করেছে সে সফল হয়েছে।