বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(88:8) অনেক মুখমন্ডল সেদিন আনন্দদায়ক হবে। (88:9) তাদের প্রচেষ্টার জন্য (তারা) সন্তুষ্ট। (88:10) উচ্চ জান্নাতে, (88:11) তাতে তুমি শুনবে না কোন অসার কথাবার্তা। (88:12) তাতে (থাকবে) প্রবাহিত ঝরণা। (88:13) তাতে (থাকবে) উচ্চে উত্থাপিত সিংহাসন, (88:14) এবং পানপাত্রগুলো (ঠিক) জায়গায় রাখা থাকবে।