বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(89:8) যাদের মত (ক্ষমতাশালী) পৃথিবীর আর কোনো জাতিকে তৈরি করা হয় নি। (89:9) আর থামুদ -- যারা উপত্যকায় পাথর ক্ষোদন করতো? (89:10) এবং ফেরাউন -- পেরেকের [দুর্ধর্ষ সেনাদল] মালিক? (89:11) যারা, দেশে সীমালঙ্ঘন করেছিল? (89:12) অতঃপর তাতে বাড়িয়েছে দুর্নীতি? (89:13) তাই তাদের উপর, তোমার পালনকর্তার শাস্তির চাবুক নিক্ষেপ করেছিলেন! (89:14) নিশ্চয় (আর) অবশ্যই তোমার পালনকর্তার সতর্ক দৃষ্টি রাখেন।