বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(90:8) আমরা কি বানিয়ে দিই নি, তার জন্য দুটি চোখ? (90:9) এবং একটি জিহবা এবং দুটি ঠোঁট? (90:10) এবং আমরা তাকে পথ দেখিয়েছি - দুটি পথই। (90:11) কিন্তু সে খাড়া পথ ধরতে চায় না। (90:12) এবং কি তোমাকে জানতে দেবে, কী (সেই) খাড়া পথটা? (90:13) (এটা হল) একটি ক্রীতদাসকে মুক্তি দেওয়া; (90:14) অথবা, একটি তীব্র ক্ষুধার দিনে খাবার দেওয়া,