বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(96:8) নিশ্চয় তোমার পালনকর্তার কাছেই (হবে তার) প্রত্যাবর্তন। (96:9) তুমি কি দেখেছ তাকে, যে নিষেধ করে? (96:10) এক বান্দাকে, যখন সে নামায পড়ে? (96:11) তুমি কি দেখেছ, সে হেদায়েতের উপর আছে কি না; (96:12) অথবা সে ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় কি না? (96:13) তুমি কি দেখেছ, সে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় কি না? (96:14) সে কি জানে না, যে আল্লাহ (সব) দেখেন?