বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(98:8) তাদের পালনকর্তার কাছে তাদের পুরস্কার হবে: অনন্তকালের জান্নাত যাদের নীচে থেকে বয়ে চলেছে নদীসমুহ, চিরকাল থাকবে তাতে; আল্লাহ তাদের প্রতি সন্তষ্ট এবং তারা তাঁর প্রতি সন্তষ্ট। সেটা তার জন্য যে ভয় করে তার পালনকর্তাকে।